২১ হাজারের বেশি গান গেয়েছেন অলকা

তখন ইন্টারনেট ছিল না, স্মার্টফোনে বোতাম চাপলেই ইচ্ছামতো গান শোনার সুবিধাও ছিল না; তবে সেই নব্বইয়ের দশকেও উপমহাদেশের হাজারো শ্রোতার কাছে পৌঁছাতে তাঁর বিন্দুমাত্র অসুবিধা হয়নি। তাঁর মেলোডিতে বুঁদ হননি, এমন সংগীত সমঝদার কমই আছেন। তিনি আর কেউ নন, অলকা ইয়াগনিক। আজ ২০ মার্চ প্রখ্যাত এই সংগীতশিল্পীর জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে গায়িকা সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য।

By Super Admin | March 20, 2024 | 0 Comments