রণদীপ হুদা বলিউডের সুপরিচিত অভিনেতাদের একজন। বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। মাত্র মাস তিনেক আগে সাবেকি কায়দায় মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। তাঁদের বিয়ে নিয়ে জোর চ
রণদীপ হুদা বলিউডের সুপরিচিত অভিনেতাদের একজন। বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। মাত্র মাস তিনেক আগে সাবেকি কায়দায় মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। তাঁদের বিয়ে নিয়ে জোর চ
রণদীপ হুদা বলিউডের সুপরিচিত অভিনেতাদের একজন। বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। মাত্র মাস তিনেক আগে সাবেকি কায়দায় মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। তাঁদের বিয়ে নিয়ে জোর চর্চা হয়েছিল সামাজিক মাধ্যমে। খুব যত্ন করে বিয়ের সব নিয়মকানুন পালন করেছিলেন এই জুটি।
কিন্তু হঠাৎ কী হলো রণদীপের? কঙ্কালসার চেহারা। মাথার সামনে টাক, ঢিলেঢালা শর্টস। ইনস্টাগ্রামে রণদীপের সাদা–কালো মিরর সেলফি দেখে শিউরে উঠেছেন ভক্তরা। সবারই প্রশ্ন, একি হাল রণদীপের! অবশ্য ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কালা পানি’।
ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে এটি রণদীপের ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির শুটিংয়ের সময়কার। সিনেমাটির জন্যেই নিজেকে আমূল বদলে ফেলেছেন রণদীপ।
ছবিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্মাতাও তিনি।
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0